বন্দর প্রতিনিধি: পিকআপভ্যানে করে ১৬শ’ লিটার চোরাই ডিজেল পরিবহনের সময় রণি(২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত বৃহস্পতিবার বিকেলে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডস্থ ডালিম এসএস হার্ডওয়ার দোকানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উত্তর পশ্চিম চর এলাকার কামাল হোসেনের ছেলে ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ব্যাপারে র্যাব-১১ আদমজীনগরের ডিএডি মাকসুদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯(১০)১৯। পুলিশ ধৃতকে ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে । বন্দর থানার এসআই রফিক জানান, গ্রেপ্তারকৃত রনি ঢাকা মেট্রো ল ১৪-৬৪৪২ নাম্বারের একটি পিকআপভ্যানে করে চোরাই ডিজেল পিকআপভ্যানে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১’র একটি টিম বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চোরাই তেল র্ভতি পিকআপভ্যানটি আটক করে । এরপর পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ১৬শ’ লিটার চোরাই জ¦ালানি তেল জব্দ করে।