সংগ্রহীত: উন্নতির জন্য সবকিছুতে সবকিছুকে সঠিকভাবে মূল্যায়নের ইচ্ছা থাকতে ও রাখতে হয় । নিজের পেছনে সময় ব্যয়ের চেয়ে অন্যের সমালোচনায় মুখর থাকতে অধিকাংশ ব্যক্তি পছন্দ করেন । নিজেকে নিয়ে কি আর ভাববে,নিজের দোষ ধরে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় কোথায় । নজর তো বেশিরভাগ সময় কে কি করলো,কার কি অনিষ্ট হল এদিকেই অনেকের বেশি থাকে । সময়,স্থান,ব্যক্তি এবং নিজস্ব সত্তাকে মূল্যায়ন করতে পারাটা দরকার । নিজেকে এগিয়ে নিতে চাইলে নিজেকে সঠিকভাবে সঠিক সময়ে মূল্যায়ন করাটা জানলে ভালো । ভালো কিছু করার জন্য নিজেকে মূল্যায়ন করা শেখা উচিত, নিজের ভুলগুলো নিজে ধরতে পারলে সেটা বেস্ট । আপনার নিজের ভুল আপনি ছাড়া আর কেউ এতো পারফেক্টভাবে ধরতে পারবে না, আগে নিজের ভুলগুলো ধরতে পারা উচিত, পরে সেগুলো শুধরে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। একটু ভালো পজিশনে থাকলে বড় বড় কথা সহজেই বলা যায়, একজন মানুষ সফল হলে বেশিরভাগ শুধু তার সফলতাটাকেই দেখে, সফল হতে গিয়ে তার পেছনে কত কষ্ট, সংগ্রাম রয়েছে এটা কেউ দেখতে চায় না । ভালো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে সংগ্রাম করতেই হবে, আপনি নিজেই নিজেকে টেনে নিয়ে যাবেন,আপনি নিজেই আপনার নিজের বেস্ট ব্যাকআপ । নিজেকে মূল্যায়ন করুন, নিজের ওপর আস্থা রাখুন আর নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ।