নিউজস্বাধীন বাংলা : অনুমোদন না থাকায় ক্রোনী এ্যাপারেলসের একটি নির্মাণাধিন ভবনের কাজ বন্ধে করার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ। তবে এই নির্দেশনা আমলে না নিয়েই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ক্রোনী কর্তৃপক্ষের বিরুদ্ধে।
কাশিপুর হাটখোলা এলাকায় ‘ক্রোনী এপ্যারেলস লিমিটেড’ নামে নকশা বহিঃর্ভূত একটি নির্মাণ কাজ করছিলো বলে রাজউক কর্তৃক প্রেরিত নোটিশে জানা গেছে। এ ব্যাপারে ব্যাবস্থা নিতে সদর মডেল থানা থেকে একজন এএসআইকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষের অথরাইজড অফিসার স্বাক্ষরিত নকশা (মঞ্জুরী) দাখিলের নির্দেশ জারি করা পত্রে জানা গেছে, রাজউকের অথরাইজড ইউনিট ক্রোনী গ্রæপের ক্রোনী এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ কাশিপুর হাটখোলা এলাকার নির্মাণ কাজ পরিদর্শনে গেলে ক্রোনী কর্তৃপক্ষ রাজউক অনুমোদিত কোনো নকশা (মঞ্জুরী) ফর্দ দেখাতে পারেনি।
পত্রে আরও উল্লেখ করা হয়, পত্র জারির ৭ দিনের মধ্যে নকশা (মঞ্জুরী) ফর্দ এক কপি নিয়ে রাজউক কর্তৃপক্ষের দপ্তরে দাখিল করার অনুরোধ করেন। এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য। এরপরও যদি নির্মাণ কাজ চালানো হয় তবে, ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাজউক এই নোটিশের একটি কপি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দিলে সেখান থেকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয় এএসআই জহিরুল ইসলামকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ (২ অক্টোবর) সাইটে গিয়েছি। প্রায় তিন ঘণ্টা বসে ছিলাম। ততক্ষণ পর্যন্ত কোনো নির্মাণ কাজ করতে দেখিনি। পরে কর্তৃপক্ষের কাছে রাজউকের পত্রটি তুলে দিয়ে নিয়ম মত কাজ করার নির্দেশ দিয়েছি। সে মোতাবেক তারা কাজ করবে বলে জানিয়েছে।
এদিকে অন্য একটি সূত্র বলছে, রাজউক পুরো বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ক্রোনী এ্যাপারেলসের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। রাজউকের এই বিষয়টি তারা আমলেই নিচ্ছে না বলে জানা গেছে।
অপরদিকে নোটিশে প্রদত্ত ক্রোনী এপ্যারেলসের দুটি নম্বর দেয়া থাকলেও একটি নম্বর ক্রোনী গ্রæপের নয় বলে দাবি করলেও অপরটি ধরেন শুভ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ক্রোনী গ্রæপের অবন্তী কালারের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। তবে, এ সক্রান্ত কোনো কিছু তিনি জানেন না বলে এই প্রতিবেদককে জানা। সেই সাথে হাটখোলা সাইটের ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।