মো:আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায়, গোপালপুর পিপিজি -পিস প্রেসার গ্রুপ এর আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক অহিংস দিবস। বুধবার(২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় গোপালপুর, থানা ব্রীজ চত্বরে মানববন্ধন ও শান্তি পদযাত্রার মধ্যদিয়ে এ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়। উক্ত মানববন্ধন ও অশান্তি পদযাত্রায় সুজন-সুশাসনের নাগরিক গোপালপুর শাখার এর সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রেস ক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত ,সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদ বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার। থানা মসজিদ পেশ ইমাম মাওলানা আবুল খায়ের, সভাপতি বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল আনজু আনোয়ারা ময়না, সাধারণ সম্পাদক সকশিস টাঙ্গাইল অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুস সাত্তার পলাশী, সম্পাদক সুজন- সু শাসনের জন্য নাগরিক উপজেলা শাখা মাহবুব রেজা সরকার, কমরেড হাবিব মণ্ডল, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. নুর আলম প্রমুখ। উক্ত অনুষ্ঠান সন্চালনা করেন মনিরুজ্জামান টিপু সভাপতি ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগ। এতে এলাকার গণ্যমান্য শুধী সমাজ অংশগ্রহন করেন।