নিউজস্বাধীন বাংলা : সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে পরিবহন সেক্টরের চার চাঁদাবাজকে আটক করেছে র্যাব। ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কাঁচপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. মামুন মিয়া (৩৫), মোমেন (৩৫), মো. শফিকুল ইসলাম (২৫) ও রনি মিয়া (৩১)। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ২শ ৬০ টাকা জব্দ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ আগস্ট দুপুরে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক পরিবহনে চাঁদা আদায়কালে ওই চারজনকে আটক করেছিলো।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটকরা কাঁচপুর ব্রিজ এলাকায় রাস্তায় চলাচলরত বাস ও ট্রাক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে জানা যায় কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে।
জসিম উদ্দীন আরও জানান, র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য চলতি বছরের ১০ আগস্ট দুপুরে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক পরিবহনে চাঁদা আদায়কালে উপরোক্ত ওই ৪জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছিলো।