নিউজস্বাধীন বাংলা : ক্যাসিনোর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সেলিম প্রধান নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তিনি অনলাইন ক্যাসিনোর কান্ট্রি হেড বলে জানিয়েছে র্যাব সূত্র।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম প্রধান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার বাসিন্দা। তিনি প্রধান গ্রæপ এবং জাপান-বাংলাদেশ (জেবি) সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান। এছাড়াও তিনি পি-২৪ নামে একটি ল’ ফার্মেরও মালিক।
সূত্র জানায়, সেলিম প্রধান বছরের অধিকাংশ সময়েই থাইল্যান্ডে অবস্থান করেন। সে ক্যাসিনো ব্যবসায়ীদের কাছে একজন জুয়াড়– হিসেবেই অধিক পরিচিত। অনলাইনে ক্যাসিনো পরিচালনায় তার বেশ দক্ষতা রয়েছে। সে বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে রয়েছে।
জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধান নামের ওই যাত্রীকে নামিয়ে এনে আটক করে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাদের ভিত্তিতে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।