বন্দর প্রতিনিধি: বন্দরে প্রবাসীর স্ত্রী ৩ লক্ষ টাকা ও ১০ বড়ি স্বর্নালংকার নিয়ে বিয়ের ১০দিন নাযেতেই প্রেমিকের হাত দরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৪শে সেপ্টেম্বর বন্দর ভেজেরগাঁও এলাকার আক্তার হোসেনের ছেলে বিদেশ প্রবাসী কাউছার মিয়ার স্ত্রী শান্তা আক্তার(২০) প্রেমিক ফতুল্লা কাউমপুর এলাকার বাড়াটি রজ্জব আলীর ছেলে শুভ(২৫)কে নিয়ে স্বামীর সংসার থেকে টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যান। এব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে। এব্যাপারে প্রবাসী কাউছার সাংবাদিকদের বলেন, আমি প্রবাসী থাকা কালে পারিবারিক ভাবে ২বছর আগে বন্দর ভেজেরগাঁও এলাকার স্বপন মিয়ার মেয়ে শান্তার সাথে মোবাইল ফোনে বিবাহ হয়। আমি মরিচাশ থেকে দেশে ফিরে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠানিক ভাবে আমার বাসায় তুলে আনি।তুলে আনার ১০দিন নাযেতেই তার প্রেমিক শুভর সাথে আমার উপাজনের তার কাছে রক্ষিত ৩লক্ষ টাকা ও ১০ বড়ি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।