বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকার দেশের জনগনের সুবিধাত্বে বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার কর্মকান্ড আরো সহজী করার লক্ষে সুযোগ সৃষ্টি করায় জনগণ সঠিক সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে তারই ধারাবাহিকতায় দেশের প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের প্রতিটি সেক্টরের দাপ্তরিক কাজগুলো আরো সহজ করতে সরকারের তদারকি অব্যাহত আছে।
রবিবার (২৯-৯-২০১৯)ইং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানী বিকাশ এর নতুন কাষ্টমার চালু এবং গ্রাহকের ব্যক্তিগক একাউন্ট হতে ডিপিডিসি ( পোষ্ট পেইড এবং প্রি-পেইড) বিদ্যুৎ বিল প্রদানের শুবিধা শুরু হয়েছে। জনসাধারণকে অবহিত করার লক্ষে নারায়ণগঞ্জ সদর থানাস্থ বিকাশ ডিষ্ট্রিবিউটর ‘জামাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে এর প্রচার প্রচারনা শুরু হয়। মোটর শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ডিপিডিসি (পোষ্ট পেইড এবং প্রি-পেইড) বিদ্যুৎ বিল প্রদানের লক্ষে প্রতিষ্ঠানটি জনগনের সার্বিক সেবা প্রদান করবে বলে জানাযায়।