মারীয়া নীলা: মাদারতেরেসা গোল্ডেন এ্যাডওয়ার্ড পেলেন চাঁদপুর জেলার ঐতিয্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন ।
তিনি সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম” কর্তৃক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালের মাদারতেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন।
তিনি ২০১১ সালের ৬ ই ফেব্রুয়ারী মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এর আগে তিনি লুদুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন ।
১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর ফতেপুর গ্রামে জন্মগ্রহন করেন তিনি তার পিতার নাম মৃত কিতাব আলী মৌলভী এবং মাতা মৃত আশরাফী নেছা।
ছোট বেলা থেকেই তিনি ছিলেন দারুন মেধাবী। তিনি ১৯৮০ সালে ঐতিহ্যবাহী মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ১৯৮৪ সালে মতলব ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন ১৯৮৬ সালে মতলব ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি দেশ বরন্যে বিশিষ্ঠ শিক্ষাবিদ ওয়ালী উল্লাহ পাটোয়ারীর সানিধ্য পাওয়া ছাত্র। এ মানুষ গড়ার কারিঘর ফেনি টিচার্স ট্রেনিং কলেজ থেকে ১৯৯৩ সালে বিএড সম্পন্ন করেন। ।
কর্মজীবনের শুরু থেকেই সততা আর ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষার আলোর দিসারী।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন আর্থ-সামাজিক কর্মকাণ্ডের সাথে সমানতালে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। প্রাপ্তির ভান্ডারে যোগ করেন বেশ কয়েকটি সাফল্য ২০১৭ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান শিক্ষক।
২০১৭,২০১৮,২০১৯ সালে তার বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ সরকারের SDG এর অন্যতম অভীক্ষা গুনগত শিক্ষা নিশ্চিতকল্পে ২০১৮ সালের অক্টোবরে ICT- এর উপর থাইল্যান্ড থেকে উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন।
২০১৯ সালে দেশ বরন্যে শিক্ষাবিদ ওয়ালী উল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদ কতৃক গুনীজন সম্মাননায় ভূষিত হয়েছেন কীর্তি শিক্ষক ।
৷ সংসার জীবনে রয়েছে তার এক পুত্র ও দুই কন্যাসন্তান । সন্তানদেরকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বড় মেয়ে কম্পিউটার সাইন্স -এ ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করন ।তার একমাত্র ছেলে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছে।এবং ছোট মেয়ে এ বছর মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জি.পি.এ- ৫ পেয়েছে।বর্তমানে ঢাকার বিখ্যাত বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজে লেখাপড়া করছে।এছাড়াও তিনি ভালোবাসার সবটুকু উজাড় করে দিয়ে গড়ে তোলে যাচ্ছেন অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী।