মাযহারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ট্রাক-ইজি বাইক সংঘর্ষে রবিউল নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছে। এ সময়
আরও ২ জন ইজি বাইক যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত রবিউল (৫০) চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্ৰামের মিরাজ বিশ্বাসের ছেলে ও আহত সাদিয়া আক্তার (২০) দামুড়হুদা জয়রামপুর গ্ৰামের শহিদুল ইসলামের মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা থেকে থেকে ইজি বাইকে বাড়ি
ফিরছিলো সাদিয়া সহ অন্যরা। বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে আসলে দর্শনা ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ট্রাকের সঙ্গে ওই ইজি বাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইক চালক রবিউল বিশ্বাসের মৃত্যু ঘটে এবং আহত হয় সাদিয়া আক্তার সহ অন্যরা।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজি বাইককে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায় ঘটনাস্থলে রবিউল বিশ্বাসের মৃত্যু হয়।
এদিকে দর্শনা ফায়ার সার্ভিসের টিম লিডার মীর মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে রবিউল কে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা (চিৎলা) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রবিউল মারা যায়।