মাযহারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা। সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ।
চ্যাটের কথোপকথন বন্ধ হয়েছে
একটি বার্তা লিখুন…