বন্দর প্রতিনিধি: বন্দরের আকিজ সিমেন্ট কোম্পানী লি: এর শব্দ দূষন, বায়ু দূষন ও ধুলাবালীর কবল থেকে বাঁচতে চায় এলাকা বাসী। এলাকার একাধিক ব্যাক্তি বলেন, বন্দর একরামপুর এলাকায় সিমেন্ট কোম্পানী তৈরী করে এলাকায় পরিবেশ ব্যপকভাবে দূষন করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের অতিরিক্ত শব্দ দূষন, বায়ু দূষন ও ধুলাবালীর কারনে শিশু, যুবক-বৃদ্ধ সকল শ্রেনীর সকল বয়সী মানুষের বিভিন্ন থরনের রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। অতিরিক্ত শব্দ দূষনের কারনে বিভিন্ন বসত ঘরের মেঝে ও দালান কোঠায় ফাটলের সৃষ্টি হচ্ছে। পুষ্টিহীনতায় ভূগছে শিশুরা আর নবজাতক শিশুরা শ^াস-কষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার কিছু প্রভাব শালি ব্যাক্তির সহযোগিতায় এলকার পরিবেশ নষ্ট করছে। আবাসিক এলাকায় সিমেন্ট তৈরী করার অনুমদন কি করে পায়? এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ডাক্টার বলেন, শব্দ দূষন প্রকৃতি পরিবেশের ভারসাম্য ছিল সৃষ্টির আদি লগ্ন থেকেই ।
প্রকৃতি ও পরিবেশের মাঝেই বিচিত্র জীবনের বিকাশ ঘটে। পরিবেশের জন্যই মানুষের ভাল মন্দ নির্ভর করে। বেঁচে থাকার জন্য যে পরিবেশের প্রয়োজন, সে পরিবেশ নানা কারনে জটিল আকার ধারন করেছে। মানুষ তার আবিষ্কারের প্রতিভা, পরিশ্রম আর দক্ষতা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নানা পদ্ধতি সংগ্রহ করেছে। বিজ্ঞান ক্রমবিকাশের ধারায় চরম উন্নতি লাভ করেছে। আর মানুষ সেই গৌরবে অন্ধ হয়ে পৃথিবীর সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সা¤প্রতিককালে বিশ্বব্যাপী দূষণের মাত্রা মারাত্মক আকার ধারন করেছে। তাই বিশ্বব্যাপী মানুষ আজ পরিবেশ দূষনের বিরূদ্ধে সোচ্চার হচ্ছে। আজ আমরা ধ্বংসলীলার চিতার সামনে দাঁড়িয়ে আছি। সভ্যতা মানুষের কল্যানে আসে। তিল তিল করে হাজার বছরের গড়া এ সভ্যতার গতি কোন দিকে? সৃষ্টির না ধ্বংসের? আর তাই এ ধ্বংসের হাত থেকে পরিবেশকে দূষণমুক্ত ও সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের। এলাকাবাসী এই ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।