সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা আবিস্কার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাবা ছেলে সহ তিনজনকে। উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল ও দুই রাউন্ড গুলি। এছাড়া একটি ম্যাগজিন তৈরির সময়ে সেটাও নির্মিত অবস্থায় উদ্ধার করা হয়।
২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে সাইলো গেইট এলাকাতে ওই অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলো আলী আকবর লাভলু সরকার (৫৩), তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার (২৯) ও মৃত আ. সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। ডিবির এস আই মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে পশ্চিম কদমতলী সড়ক থেকে লাভলু সরকার ও নওশাদকে একটি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তাদের নিয়ে সাইলো গেট এলাকাতে আলী আকবরের ফ্ল্যাট বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখান থেকে তৈরিকৃত একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
মিজানুর রহমান আরো জানান, এ বাসায় মূলত দেশীয় অস্ত্র তৈরি করা হতো। নওশাদের কাছে উদ্ধারকৃত অস্ত্রটি ওই কারখানার তৈরি।