নিউজস্বাধীন বাংলা : রাসায়নিক দ্রব্য দিয়ে নকল ও ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সীলগালা করেছে র্যাব-১১ এর ভ্রাম্যমান আদালত।
(২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা হতে ৩ টা পর্যন্ত আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে অস্ট্রেলিয়া গাওয়া ঘি’ নামের প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। একই সাথে এখান থেকে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রপ্তরা হলেন, মো. রকিব (১৯), আতিকুল ইসলাম (২৪) এবং মো. সবুজ (২৯)। তাদের মধ্যে রকিবকে ১ ও আতিকুলকে ২ মাস করে এবং ২ বছরের কারাদÐ দেওয়া হয়েছে সবুজকে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আড়াইহাজার থানার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন।
র্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, ওই প্রতিতিষ্ঠান নিম্নমানের সোয়াবিন তেল, ডালডা ও গাওয়া ঘি এর সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গাওয়া ঘি উৎপাদন করে ‘অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’ নামকরণ করে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে। তাছাড়া উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার অপরাধগুলো আমলে নিয়ে ওই প্রিিতষ্ঠানের ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করাসহ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।