নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জের ৭ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টম্বর) রাত ও দিনের চালানো এ অভিযানে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৩৬ জন এবং সাজাপ্রাপ্ত দুই আসামী রয়েছে এবং ১৫১ ধারায় একজন। এছাড়াও ৩০ জনকে বিভিন্ন শ্রেণির মাদকসহ আটক করা হয়। নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার বার্তায় এই খবর নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে ওই অভিযান চালানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৩০ জনকে মাদকসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ২
পিস ইয়াবা, এক কেজি ২শ ৫০ গ্রাম গাঁজা, ২শ ৩০ পুড়িয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ২৩ টি মামলা দায়ের করা হয়।
এছাড়াও ২৬ টি জিআর গ্রেফতারি পরোয়ানা ও ১০ টি সিআর গ্রেফতারি পরোয়ানা সহ ২ টি সাজা পরোয়ানা তামিল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।