নিউজস্বাধীন বাংলা: সিদ্ধিরগঞ্জের ১৪ বছরের এক কিশোরী কন্যাকে অপহরণ ও ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলায় মিন্টুকে (৪২) ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মো. মিন্টু ওরফে পঁচা কুমিল্লা জেলার মুনতলী এলাকার আ. বারেকের ছেলে।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল হাই। তিনি বলেন, সকালে মিন্টু ওরফে পঁচাকে পুলিশ ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনের আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছে। কিন্তু আসামি মো. মিন্টুর সঠিক পরিচয় জানেনা এলাকার কেউ। তার সঠিক নাম ঠিকানা যাচাই বা চিহ্নিত করা না গেলে সে জামিন নিয়ে পলাতক হয়ে যাবে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জ থানার মো. বিল্লাল হোসেন এর ১৪ বছর বয়সের কন্যা সোনালীকে (ছদ্মনাম) ২৯ আগস্ট অপহরন করে ধর্ষণ করে। এ ঘটনার পরে মো. বিল্লাল হোসেন বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং ৫৯(৮)১৯।