নিউজ স্বাধীন বাংলা
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অবস্থিত রোজা রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এস.এম শাহীনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহাম্মদ আবু জাফর। মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শিপুর সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরো উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কর্মকর্তা আরিফুল ইসলাম, আব্দুল মান্নান খান বাদল, ডালিম হায়দার, জিয়াবুর রহমান জিয়া, জিকে রাসেল, শরিফুল, নজরুল, রবি, শ্যামল দাস, ইমন ও আলমগীর ভূইয়া প্রমুখ।
সাংগঠনিক সভায় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আবু জাফর মফস্বল সাংবাদিক ফোরামে ১৪ দফা দাবি আদায়সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে অলোচনা করেন।