নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারে এসেছে নতুন অতিথি। এ নিয়ে পরিবারের সবার মাঝে বয়ে চলেছে আনন্দের বন্যা। প্রথম বারের মতো দাদা হওয়ার স্বাদ গ্রহণ করেছেন এই পরিবারের সব থেকে দাপুটে ছেলে শামীম ওসমান। তিনি দাদা হতে পেরে যারপরনাই উচ্ছি¡সিত।
সূত্র বলছে, দুপুর পৌনে তিনটার দিকে ঢাকার অ্যাপলো হসপিটালে পুত্র সন্তানের জন্ম দেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাশমী। বর্তমান সন্তান ও মা দুজনই সুস্থ রয়েছেন।
এদিকে দাদা হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাপলো হসপিটালে ছুটে যান সাংসদ শামীম ওসমান। সেখানে তার পরিবারের নতুন অতিথিকে কোলে তুলে নেন তিনি। কিছুক্ষণ নাতির সাথে বেশ হাসি হাসি ভাবে দুষ্টুমিও করেন সাংসদ। শুধু সাংসদ শামীম ওসমানই নন, দাদী হওয়াতে বেশ উচ্ছ¡সিত সাংসদ পতœী সালমা ওসমান লিপিও। তিনি যেন নাতিকে কিছুতেই কোল থেকে নামাতে চাচ্ছিলেন না। চোখে মুখে সে কি উচ্ছ¡াস। সাথে ছিলো শামীম ওসমানের একমাত্র কন্যা অঙ্গনা ওসমানও। তিনিও বেশ উচ্ছ¡সিত ফুপি হতে পেরে। অয়ন ওসমান জানিয়েছেন, ‘আমি একটি সুস্থ সন্তানের বাবা হয়েছি, আলহামদুল্লিাহ।’
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর শহরের নবাব সলিমুল্লাহ সড়কের উপর শামীম ওসমানের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছিলেন তিনি, অচিরেই দাদা হতে যাচ্ছেন। ২০১৭ সালের ডিসেম্বরে সাংসদ পুত্র অয়ন ওসমানের সাথে এক সময়ের রাজনীতিক খোকা মহিউদ্দিনের নাতনি ও গুলশান সিনেমা হলের মালিক ফয়েজউদ্দিন আহমদ লাভলুর মেয়ে ইরফানা আহমদ রাশমীর বিয়ে হয়।