নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন তক্কারমাঠ এলাকার একটি বাড়ীতে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে দুই ভাইকে আটক করা হয়েছে তারা জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সোমবার (২৩ সেপ্টম্বর) অভিযান চলাকালীন বেলা ১২টায় তিনি এক প্রেসব্রিফিং এসব কথা বলেন। আটককৃতরা হলো- দুই ভাই ফরিদউদ্দীন রুমি (২৭) ও জামালউদ্দীন রফিক (২৩) এবং ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু
ফতুল্লার ওই বাডীর মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷ তিনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন। আটককৃতরা তার দুই ছেলে ও পূত্রবধূ দুই ছেলের মধ্যে ফরিদউদ্দিন রুমি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং শিক্ষক, জামালউদ্দিন রফিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক এবং ফরিদের স্ত্রী ফোয়ারা অনু অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল। কাউন্টার টেরোরিজমের প্রধান জানান, ফরিদউদ্দীন রুমিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় পরে তার দেওয়া তথ্যমতে নারায়নগঞ্জের ফতুল্লার এই বাডীতে অভিযান পরিচালনা করা হয়। পরে এখান থেকে রুমির ভাই রফিককে গ্রেফতার করা হয়। দুই ভাইই নব্য জেএমবির সদস্য বলে জানান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম আরো বলেন, ফতুল্লার এই বাড়ীতে অভিযান চালানো হয় ভেতরে বিস্ফোরক ডিস্পোজাল দল প্রবেশ করেছে রুমি নামে একজনকে গ্রেফতার করা হয় তাদেরই একটি বাড়ী এটা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে, মূলত এই বাড়ীতে আমরা হানা দেই। ভোর রাতে হানা দেওয়ার পর দেখা যায় এই বাড়ীতে এক্সপ্লোসিভ বিভিন্ন আলামাত রয়েছে। তার দেখানো মতেই আমরা এগুলো উদ্ধার ও ডিফিউজ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
সম্প্রতি ঢাকায় যে ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ধরণের বিস্ফোরকের সাথে উদ্ধারকৃত আলামতের মিল এখানেও পাওয়া গেছে৷ আমরা আরও সার্চ করার পর বিস্তারিত বলতে পারবো। যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে মূলত নব্য জেএমবির সদস্য। তারা কয়েকজনের নাম বলেছে যাদেরকে গ্রেফতারেররর জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেকগুলো ঘটনাতেই দেখিছি, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ এটা ঢাকার খুব ক্লোজ জায়গা। আশেপাশে যেখানে স্বল্প আয়ের লোক বাস করে এবং জনসংখ্যার ঘনত্ব একটু বেশি, যেখানে লোকজন অন্যের খবর তেমন একটা নেয়না সেসব স্থান গুলোই জঙ্গি সদস্যরা বেছে নেয়। পরিশেষে তিনি বলেন এই মুহুর্তে বিস্তরিতত কিছু বলতে পারছি না অভিযান শেষে আলামত উদ্ধারের পর বিস্তরিত বলা যাবে।