এসএম সুজন খান(স্টাফ রিপোর্টার) :- ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন মাদকের বিরুদ্ধে আপোষহীন দিক- নির্দশনায় ওয়ারেন্ট ভুক্ত আসামীকে যাত্রী বেশে ২১/০৯/০১৯ ইং এ.এস.আই আঃ আওয়াল ও কনস্টেবল তানভীর গ্রেফতার করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক নিয়ন্ত্রনের চেস্টা চালিয়ে যাচ্ছে।
কুখ্যাত মাদক ব্যবসায়ী কবির কে গ্রেফতারের জন্য হবিরবাড়ি গতিয়ার বাজারে অবস্থান করেন। অটোরিকশা চালক মাদক ব্যবসায়ী কবীর হোসেন অট্রোনিয়ে যাত্রী তুলার সময় যাত্রী সেজে এ.এস.আই আঃ আওয়াল ও তানভীর অট্রোতে উঠে বসেন,যাতে করে যাত্রীদের কোন অবস্থানের ত্রুটি না হয়। যাত্রীদের কথা চিন্তা করে এ.এস.আই আই আঃ আওয়াল মাদক ব্যবসায়ী কবীর কে সাথে সাথে গ্রেফতার করেনি।কবির অট্রো নিয়ে সিডস্টুর বাজারে আসার পর অন্য যাত্রী নেমে যায়।
মাদক ব্যবসায়ী অটোর ড্রাইভার কবির যাত্রী বেশে থাকা এ.এস.আই আঃ আওয়াল ও পুলিশ তানভীর এর কাছে ভাড়া চায়। ঐ সময় দ্রুত তাকে গ্রেফতার করেন। এ এস আই আঃ আওয়াল জানান মাদক আইনে ৪৮(১০)১৮ ইং জি আর, ৫৭৫/১৮ গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামী কবীর হোসেন পিতা আঃ কাদের, সাং পাড়াগাঁও – ভালুকা। কে আদালতে প্রেরন করা হয়েছে।
এ.এস.আই আঃ আওয়াল আরো জানান আমার পৃর্ব কর্ম স্থল নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় কর্মস্থলে থাকা কালিন সময় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আমি ভালুকা মডেল থানায় ৯/১১/১৭ইং যোগ দান করি, যত দিন ভালুকা মডেল থানায় থাকব তত দিন দায়িত্ব পালনে মাদকের বিরোদ্ধে যুদ্ধ করে যাব।