বন্দর প্রতিনিধি: বন্দরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা
গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ পাল্টা জবাব দিলে একজন গুলিবিদ্ধ হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু ওই এলাকার ওসমান গণির মেয়ের জামাই। ঘটনাস্থল থেকে জানা যায়, সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করে আনার সময় তার সহযোগী ও বাড়ির লোকজন পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলিতে ওই এলাকার একজন আহত হয়। আহত ব্যক্তি এলাকার এবাইদুলার ছেলে পোশাক শ্রমিক নাদিম(২৮)। এদিকে, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা স্থলে এখনও জেলা গোয়েন্দা পুলিশ ও বন্দর থানা পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিনকে ছিনিয়ে নিতে পারেনি।