নিউজস্বাধীন বাংলা: নাঃগঞ্জের বন্দরে ইমরান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। ১শ ২০ পিস ইয়াবাসহ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মদনপুর কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন মদনপুরের আন্দিরপাড়া কালাবাড়ি এলাকার রানীর বাড়ির ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে। র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমরান হোসেন নিজ এলাকাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। তার বিরিুদ্ধে ইতিপূর্বে দ্রæত বিচার আইনে একটি মামলা যার নং-৩১ এবং মাদক আইনে আরও একটি মামলা রয়েছে। যার নং ৭৯। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর আটকের ঘটনায় র্যাব-১১ বাদী হয়ে বন্দর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।