নিউজ স্বাধীন বাংলা : বন্দরে মাদক মামলায় ২ জনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের জেল দিয়েছেন আদালত। এছাড়াও এ রায়ে ১ আসামিকে বেকুসর খালাস প্রদান করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার এ রায়ের ঘোষণা করেন। এ সময় আদালতে ৩ জন আসামির মধ্যে একজন পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মো. আব্দুল কাদের এর ছেলে নুর মোহাম্মদ (২৪) ও মো. মনির হোসেন এর ছেলে (পলাতক) মো. আমির হোসেন (৩০)। বেকুসর খালাস পেয়েছে আব্দুল হক বেপারীর ছেলে লিটন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী জাকির হোসাইন। তিনি বলেন,স্বাক্ষিদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২ জনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ও ১ জনকে বেকুসর খালাস প্রদান করেছেন।
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০১০ সালের ১৬ মার্চ দুপুর ২ টার সময় বন্দর লক্ষণখোলা এলাকার বাবুলের বাড়ির পাশে মাদক বিক্রির সময় নুর মোহাম্মদ, আমির হোসোন ও লিটনকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।