প্রেস বিজ্ঞপ্তি: গত রবিবার (১৫ সেপ্টেম্বর) আদমজী ইপিজেডে ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সেলিম মজুমদার তাঁতী লীগের কেউ নয় বলে জানিয়েছেন সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে ভিপি আলমগীর ও মহানগর শাখার আহŸায়ক চৌধূরী এইচএম ফারুক সাহেদ।
তারা গণমাধ্যমকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ২০১৮ সালে নারায়ণগঞ্জে তাঁতী লীগের জেলা, মহানগর ও সমস্ত থানা কমিটি বিলুপ্ত করা হয়। এবং হাসান ফেরদৌস জুয়েলকে আহŸায়ক ও আলহাজ্ব মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে ভিপি আলমগীরকে সদস্য সচিব করে জেলা ও চৌধূরী এইচএম ফারুক সাহেদকে আহŸায়ক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে মহানগর শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী ও সেক্রেটারী খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত ওই কমিটি দিয়ে নারায়ণগঞ্জে নতুন করে তাঁতী লীগের যাত্রা শুরু হয়।
তাদের দাবি, এই নতুন কমিটির গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোন থানা ও পৌর কমিটি গঠন করা হয়নি। সুতরাং কেউ যদি এই কমিটির নাম বা পদবি ব্যবহার করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ বেআইনি। গত শনিবার গ্রেফতারকৃত সেলিম মজুমদারকে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সেক্রেটারী পদ পরিচয় দেয়া সংবাদটি সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের যেহেতু কোন কমিটিই নাই, সেহেতু সেলিম মুজমদারের সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের পরিচয় দেয়াটা সর্ম্পূণ ভূয়া ও অসত্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক তাঁতী লীগের একাংশ বলতে কিছু নেই।
সংগঠনের নেতৃবৃন্দরা আরও বলেন, কোন অপরাধী যদি আমাদের তাঁতী লীগের নাম ব্যবহার করে অপকর্ম করে বেড়ায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহŸান জানান তাঁতী লীগের সিনিয়র এই নেতৃবৃন্দরা।