নিউজস্বাধীন বাংলা : বিকেএমএ’র সাবেক সহ-সভাপতি শামীম আহমেদেও মালিকানাধীন মিশওয়ার ফ্যাশনওয়ার ও মাসসিএনজি ওয়াকর্স লিমিটেডের ফতুল্লার গোডাউনে দুধর্ষ ডাকাতিসংঘটিতহয়েছে।
জানাযায়, ফতুল্লা থানার সিয়ারচর বরফকল এলাকায় অবস্থিত মিশওয়ারফ্যাশনওয়ার ও মাস সিএনজি ওয়াকর্স লিমিটেডের গোডউনে গত রবিবার রাতে যে কোন সময় ডাকাতি সংঘটিত হয়েছে। গোডাউনের পিছনের দেয়াল ভেঙ্গে মিশওয়ার ফ্যাশনওয়ার ও মাস সিএন জিওয়াকর্স লিমিটেডেরপ্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়। গতকাল মিশওয়ারফ্যাশন ওয়ার ও মাসসিএনজিওয়াকর্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শামীম আহমেদ তার কর্মচারির মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখেন তার গোডাউনের পেছনের দেয়াল ভেঙ্গে প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে। শামীম আহমেদের সাথে আলাপকালে তিনি জানান স্থানীয় কিছু চোর ডাকাতদেও কারণে প্রায়ই এ এলাকায় চুরিডাকাতি হচ্ছে।
ঘটনার বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন মিশওয়ার ফ্যাশন ওয়ার ও মাসসিএনজিওয়াকর্স লিমিটেডেরমালিকশামীমআহমেদ। এব্যাপাওে নারায়ণগঞ্জ পুলিশের ডিওটুজনাব সাজ্জাদ রোমানের জানিয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করাহবে।