নিউজস্বাধীন বাংলা: ধর্ম যার যার উৎসব সবার এই উক্তি সামনে রেখে আসছে দূর্গাপুজা উপলক্ষে নাঃগঞ্জ পুজা মন্ডপগুলো রঙ্গীন সাজে সেজেছে। হিন্দু সম্প্রদায় এই দূর্গাপুজাকে ঘীরে অতি আনন্দে ১০টি দিন পালিত করে থাকে। বিদায় বেলা মাকে বিদায় দিতে ঘর হতে বের হয়ে আসে হিন্দু ধর্মের সকল ব্যাক্তি। পুজা অনেক প্রকার হলেও বিশেষ করে এই দূর্গা পূুজাতেই সকলে অতি উৎসবে মেতে উঠে জানালেন বাংলাদেশ পূজা উৎসব উদযাপন কমিটি নাঃগঞ্জ জেলা ও মহানগরের অন্যতম সদস্য রিপন ঘোষ। তিনি আরো জানান আসছে পূজায় সকলে যেন আনন্দে উসবের মধ্য দিয়ে পুজা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা প্রতিবারের ন্যায় এবারও প্রশাসন করবে। আমি নাঃগঞ্জবাসীকে দূর্গা পুজার শুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি।