প্রেসবিডি ডটনেট : আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে ১শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব -১১। ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী সাইলো রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহিম বন্দর থানাধীন রামনগর এলাকার মৃত শাহ আলীর ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে। র্যাব -১১ এর মিডিয়া অফিসার মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, আটক আব্দুর রহিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।