নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ.কে.এম শামীম ওসমান বলেছেন, যে সন্তান তার মা বাবা কে কষ্ট দেয় সে কখনো সফল হতে পারেনা। তাই মা বাবাকে কষ্ট দিওনা। দেশকে ভাল বাসতে হবে এবং থাকতে হবে দেশপ্রেম। যদি কোন সন্তানের উপর তার মা বাবার দোয়া থাকে তাহলে সে অবশ্যই সফল হবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক থেকে দুরে থাকা যায়। রবিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ওসমানী পৌর ষ্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা-ক্রীড়া সমিতি নারায়ণগঞ্জ জেলার ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে গাড়ি ভর্তি করে ময়লা ফেলা হচ্ছে। পথচারীরা নাকে রুমাল চাপা দিয়ে সেই পথে চলাচল করছে। কারন ময়লার দুর্গন্ধে সেখান দিয়ে হাঁটা যায়না। আমি পার্লামেন্টে এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছিলাম। বর্তমানে সেখানে দ্বিগুন গতিতে ময়লা ফেলা হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা হলো মুসলমানদের ঈমানের অঙ্গ। পার্লামেন্টে সেদিন বন ও পরিবেশ মন্ত্রী আমার প্রশ্নের উত্তরে বলেছেন এই বিষয়টি নারায়ণগঞ্জের জন্য খুবই লজ্জাকর।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের যা কিছুর প্রয়োজন হয় শিক্ষকদের জানাবে, না হলে জেলা প্রশাসককে জানাবে। প্রযোজনে আমাকে জানাবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাঁড়াবে। আমরা যাতে গর্বের সাথে বলতে পারি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারোর পায়ের উপর ভর করে নয়।
সদর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহিরের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেহানা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি।