শহর সংবাদদাতা: জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি খুব গর্বের সাথে বলতে চাই, অহংকারের সাথে বলতে চাই, ওনি খুব কর্মঠ মানুষ, সৎ এবং স্পষ্টভাষী। ওনি কথা লুকিয়ে বলেন না এবং কিছু করতে চান।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পৌর ওসমানী স্টেডিয়ামে ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই, যেটা আমরা পাইনি সেটা তোমরা পাও। আমরা চাই ওই জিনিসটা যেটা আমরা করতে পারিনি। যেটা আমাদের ব্যর্থতা, তোমরা সেখানে সফলতা পাও। এটা আমাদের চিন্তা, প্রত্যেকটা বাবা মা’র চিন্তা। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানরা যেন তার চাইতেও ভালো করে।
তিনি আরও বলেন, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা খুব লাকি। আজকে তোমাদের এখানে জেলা প্রশাসক সাহেব এসচ্ছেন, এডিসি জেনারেল শিক্ষা এসচ্ছেন আরও অন্যান্য গুনিজনরা এসচ্ছেন। এই যে জেলা প্রশাসক সাহেব এসচ্ছেন, নরমালি জেলা প্রশাসক সাহেব আসার পর পরই এমপিদের সাথে দেখা হয়। আমি কিন্তু ইচ্ছা করেই জেলা প্রশাসক সাহেবের সাথে দেখা করি নাই। আমি ওয়াচ করেছি, ওনি কি করছেন, ওনি কি করতে চান। আমি ওনাকে প্রভাবিত করতে চাই নাই। ওনি যেখান থেকে এসচ্ছেন, সেখান থেকে খবর নিয়েছি। আমি খুব গর্বের সাথে বলতে চাই, অহংকারের সাথে বলতে চাই, ওনি খুব কর্মঠ মানুষ, সৎ এবং স্পষ্টভাষী। ওনি কথা লুকিয়ে বলেন না এবং কিছু করতে চান।
জেলা শিক্ষা অফিসার ও জেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মো: শরিফুল ইসলামের সার্বিক তত্ত¡াবধায়নে ও আরিফ আলম মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দরা।