গাজী জলিল (কুমিল্লা) প্রতিনিধি,: “সকল অপরাধ মুক্ত সমাজ চাই’ এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে সুর্যপুর গ্রামকে আদর্শ গ্রামে রুপান্তরীত করতে সন্ত্রাস, চাদাবাজী,ধর্ষন, মাদক ,বাল্য বিবাহ ও নারী নির্যাতনের প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভানী ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি ডাঃ মনিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ও মিজানুর রহমান পাপ্পুর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল শামিম, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মেজবাহ উদ্দিন,কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য হাজী লিটন সরকার।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী জালাল, মোঃ ইব্রাহিম ভুইয়া, জয়যাত্রা টিভির দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, ভানী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ইমতিয়াজ আহাম্মেদ জাকির, সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।