নিউজস্বাধীন বাংলা: ১৩ সেপ্টেম্বর শুক্রবার না’গঞ্জ বন্দরে আল- আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। বাংলাদেশে এটাই প্রথম ৩ বছর মেয়াদী মসজিদ কমিটির নির্বাচন। সাবেক কমিটির কাইউম-শাহজাহন ও লুৎফর প্যানেল ভোটযুদ্ধে প্রতিদ্বন্ডিতা করছেন।
শুক্রবার সকাল ৮ টা- বিকেল ৪ টা পর্যন্ত গিয়াসউদ্দিন চৌধুরী মডেল উচ্চ বিদ্যালয়ে একযোগে ভোট গ্রহণ চলবে তবে জুম্মার নামাজের জন্য বিরতি থাকবে বলে জানাগেছে। আমিন আবাসিক এলাকার বাডীর মালিকবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। ৫ জন প্রার্থীর সমন্বয়ে গঠিত প্রতিটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্ব-স্ব প্রতীকে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রæতি দিচ্ছেন। মোজাম্মেল-লুৎফর প্যানেলের প্রতীক যথাক্রমে ১-৫ ও কাইউম- শাহজাহান প্যানেলের প্রতীক ৬-১০। সুত্রে আরো জনা যায় কাইউম- শাহজাহান প্যানেল ভোট চায়তে বিভিন্ন ঘরে ঘরে একটি করে মগ নিজেদে প্যানেলের নাম ব্যবহার করে বিতরণ করছেন। মসজিদ পরিচালনা পরিষদের নির্বাচনের ভোট চাইতে মগ বিতরণ বিষয়টি দৃষ্টিকটুর।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওযার্ডস্থ আমিন আবাসিক এলাকার ২’শ ১৯ টি বাড়ীর মালিকগন নির্বাচনে ভোট দিয়ে আল-আমিন জামে মসজিদ পরিচালনার জন্য নতুন কমিটি নির্বাচিত করবেন। এ উপলক্ষে নির্বাচনি আমেজ বিরাজ করছে ভোটারদের মধ্যে তবে নির্বাচনে দুটি গ্রুপের মধ্যে সাংঘার্ষিক আসংখ্যা থাকায় সহিংসতা ঘটতে পারে বলে বিভিন্ন তথ্য সুত্রে জানা যায়। অবাধ ও সুষ্ট সুষ্ট নির্বাচন উপহার দিতে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ বুধবার বিকেলে তার দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিং করেছেন। তিনি সকল সাংবাদিকদের শুক্রবার ভোট চলাকালীন উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন। তিনি মনে করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে কারন ৯টি বছর একটি কমিটি এককভাবে দখল করে রেখেছে। প্রেসব্রিফিং এ খান মাসুদ আরো বলেন স্বাধীনতা বিরোশক্তিরা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উঠে পরে লেগেছে তাই সকলকে সজাগ থাকতে হবে যেন মসজিদ কমিটির নির্বাচন যেন সুষ্ট হয়। হার জিত আছে তাই বলে একক আধিপত্তবিস্তার করে জনগনের ভোটাধিার হরণ করা মোটেও উচিত হবে না।
প্রসঙ্গত, ২০০১ সালে টিনের ঘর দিয়ে শুরু হয় এই মসজিদে মুসল্লিদের নামাজ আদায়। ২০১০ সালে এই মসজিদে যে পরিচালনা কমিটি গঠিত হয় তা বিগত ৯ বছর এককভাবে পরিচালনা করায় আমিন এলাকবাসির মাঝে প্রশ্ন উঠেছে কি এমন মধু আছে যে পরিচালনা কমিটি অন্যদের সুযোগ দেয়না ? এমন নানান প্রশ্ন জন্মনেয় সকলের মাঝে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই প্রথম ব্যালটের মাধ্যমে মসজিদ পরিচাল পরিষদেও নির্বাচন হতে যাচ্ছে।