নিউজস্বাধীন বাংলা: আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় বন্দর আমিন আবাসিক এলাকার আল আমিন জামে মসজিদ পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ তার কার্যালয়ে বুধবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খান মাসুদ প্রেস ব্রিফিং বলেন বাংলাদেশের কোথাও মসজিদ কমিটির এরকম নির্বাচন হয়নি যা বন্দর ২২ নং ওয়ার্ড এলাকায় আল আমিন মসজিদে নির্বাচন হতে যাচ্ছে। বিগত ৯টি বছর একটি কমিটি তারা কিছুটা রদ বদল করে এককভাবে নিয়ন্ত্রন করছে।
ইতিপূর্বে আমি মোজাম্মেল ও লুৎফর প্যানেলকে সমর্থন দিয়েছিলাম তারা ১টি মাস নিজের অর্থায়নে মসজিদের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছে। পরবর্তিতে একটি অপশক্তির জোরে তারা ছিটকে পরে উন্নয়ন হতে। তিনি খোলাসা করেই বলেই বিএনপি জামায়াতের একটি শক্তির উপর ভর করে ৯টি বছর শাষন করছে এই পরিচালনা পলিষদের কমিটি। সাংবাদিকদের উদ্দেশে বলেন মসজিদ আলাহর ঘর সেখানে মসজিদ পরিচালনা পলিষদের নির্বাচনকে ঘীরে কেন এতো প্রশ্ন উঠবে? নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি কামনা করলেন বন্দর থানা ছাত্রলীগের এই ত্যাগী নেতা খান মাসুদ।
তিনি আরো বলেন নির্বাচনকে কেন্দ্র করে বহাল কমিটি বিভিন্ন বাড়ী ওয়ালাদের হুমকি ধামকি দিচ্ছে তাই আপনাদের সকলের কাছে উর্দাত্ত আহŸান মসজিদ কমিটির নির্বাচন যেন সুষ্ট হয়, কোন প্রকার কারচুপি হলে আপনার যারা জাতির বিবেকবান পুরুষ আছেন তারা দেখবেন। খান মাসুদ আরো জানান বিগত দুইমাস আগে ৯০ পার্সেন্ট বাড়ীওয়ালা মোজাম্মেল ও লুৎফরের পক্ষে প্রায় ২২০ জন বাড়ীওয়ালাদের মধ্যে ১৫২ জন বাড়ীওয়ালা ভোটের মাধ্যমে রায় দেয় স্বাধীনতার স্বপক্ষের শক্তি মোজাম্মেল ও লুৎফরকে কিন্তু কোন এক অপশক্তির ইশারায় এবং কোন এক বড় জমাত শিবিরের নেতার ইশারায় আবার নির্বাচন দিল তা বুঝতে পারলাম না। যাইহোক মোজাম্মেল ও লুৎফরের পক্ষে সেই স্বাক্ষরকৃত ডিড ডকোমেন্টটি এখনো আমার কাছে আছে।
তিনি সাংবাদিকদের সম্মুখে স্বাক্ষরকৃত কপিটি তুলে ধরেন এবং বলেন স্বাধীনতার বিরোধীশক্তি এখানে ঘাটি মেরে কাজ করছে,আমি একজন স্বাধীনতা স্বপক্ষের ব্যাক্তি হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে আমিন এলাকাবাসীর কাছে আহবান জানায় আপনারা সুষ্ট নির্বাচন উপহার দিন, এতে মসজিদের উন্নয়ন হবে এবং মুসলমান ভাইগন অতি আরামের সহিত মসজিদটিতে নামাজ আদায় করতে পারবে।
পরিশেষে বলেন গনতন্ত্রের মানসকন্যা মাননীয় শেখ হাসিনা বলেছেন,ছোট হোক বড় হোক কোন নির্বাচনে যেন কারচুপি আর অনিয়ম না হয়। অতএব আসুন আমরা সবাই সোচ্চার থাকি। যেন কোন মতেই স্বাধীনতার বিরোধী শক্তিরা এই নির্বাচনকে
নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এজন্য গনমাধ্যমের সহযোগীতা কামনা করছি।
স্বাধীনতার পক্ষের শক্তির জয় হউক। আমি এই নির্বাচনে মোজাম্মেল-লুৎফর
প্যানেলকে পূর্নাঙ্গ সমর্থন করছি। এর আগে বিকাল ৪টায় মোজাম্মেল ও লুৎফর প্যানেলটি ঘাট সংলগ্ন একটি আবাসিক বাড়ীর নিচে খোলা যায়গায় সাংবাদিক সম্মেলন করেন সুষ্ট নির্বাচনের লক্ষে।