নিউজস্বাধীন বাংলাঃ শনিবার শামীম ওসমানের বিশাল জনসভায় উপস্থিত হতে পারবেনা বলে ভারাক্রান্ত মনে দূঃখ প্রকাশ করলেও অবশেষে খান মাসুদ তার বিবাহের বৌভাত অনুষ্ঠান অসমাপ্ত রেখেই তিনি নেতাকর্মিদের নিয়ে বিশাল মিছিল সহকারে জনসভায় উপস্থিত হন। এর আগে তার বৌভাতে অনুষ্ঠানে জননেতা শামী ওসমান উপস্থিত হয়ে তাকে জনসভায় আসতে বারণ করে নেতার নির্দেশ মেনেও ছিলেন কিন্তু এতো বড় জনসভায় উপস্থিত হতে পারবেনা এই ভেবে মনকে মানাতে আর পারলেন না যেমননি হয়েছিল প্রয়াত নাসিম ওসমানের বেলায় তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে বিবাহের দিন বউকে রেখে চলে য়ায়।
ইতিহাসে ওসমান পরিবারের বিভিন্ন ঘটনা আজও স্বাক্ষী হয়ে আছে। খান মাসুদ জানায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন যখন শুনলাম সভা শুরু হতে আরও বেশ কিছু সময় লাগবে এই ভেবে অনুষ্ঠানটি অসমাপ্ত রেখে আমি আমার দায়িত্ব পালন করেছি। চারি দিকে একটি রব উঠেছে ডাক দিয়েছেন শামীম ভাই বসে থাকার সময় নাই এই ভেবে একটু বিলম্ব হলেও নেতার জনসভায় আমি অবশেষে উপস্থিত হতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। বিবাহ মুসলমান সম্পদায়ের একটি পবিত্র ধর্মী অনুষ্ঠান, সেই কাজের অবহেলা করেনি তবে সকলের অনুমতিক্রমেই কিছুটা অসমাপ্ত রেখে এই বিশাল জনসভায় উপস্থিত হয়ে জননেতা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ক্ষুদ্র একজন কর্মি হয়ে দলের জন্য কিছু একটা করতে পেরেছি এটাই বড় পাওয়া।
বঙ্গবন্ধুর একজন সৈনিক হয়ে দলের যে কোন কর্মসূচিতে আমার উপস্থিতি সব সময় থাকবে। জননেতা শামীম ওসমানের ডাকে এবং দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ডাকে আমি যে কোন ত্যাগ শিকার করতে প্রস্তত আছি এমনটি জানালেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার আদর্শের ও জনতো শামীম ওসমানের আস্থাভাজন কর্মী খান মাসুদ।