বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় ২ দাপে চার্জশিট জমা দিয়েছে পুলিশআসামিরা হলেন- ০১। মো: রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩) ০২। আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১) ০৩। মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯) ০৪। রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ০৫। মো: হাসান (১৯) ০৬। মো: মুসা (২২) ০৭। আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) ০৮। রাফিউল ইসলাম রাব্বি (২০) ০৯। মো: সাগর (১৯) ১০। কামরুল হাসান সায়মুন (২১) #শিশু অপরাধী-০১। মো: রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭) ০২। মো: রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫) ০৩। মো: আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬) ০৪। মো: ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬) ০৫। জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭) ০৬। মো: নাইম (১৭) ০৭। মো: তানভীর হোসেন (১৭) ০৮। মো: নাজমুল হাসান (১৪) ০৯। মো: রাকিবুল হাসান নিয়ামত (১৫) ১০। মো: সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭) ১১। মারুফ মল্লিক (১৭) ১২। প্রিন্স মোল্লা (১৫) ১৩। রাতুল শিকদার জয় (১৬) ১৪। মো: আরিয়ান হোসেন শ্রাবন (১৬)#এর মধ্যে ১৪ জন জেল হাজতে রয়েছে ৯ জন পলাতক। নয়ন বন্ড নিহত।