মাযহারুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর সাতগাড়ি মোড় এর নিকট বরিশালগামী রিংকি এন্টারপ্রাইজের আলসানি পরিবহনও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে |
জানা গেছে , চুয়াডাঙ্গা রেল বাজার সংলগ্ন সাতগাড়ি মোড় এর নিকট পৌঁছানোর আগেই চালক গাড়িটি রং সাইড দিয়ে চালান এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল টি কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দেয় বাসটি এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে বাসটি থামিয়ে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায় | পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় পরবর্তীতে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়াও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে | শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় আহত মোটরসাইকেল আরোহীর বাড়ি চুয়াডাঙ্গা সাত গাড়ি তার নাম পলাশ উদ্দিন (22)পিতা মুকুল উদ্দিন |
হাসপাতাল সূত্রে জানা যায় আহত পলাশ উদ্দিনের আগাত খুবই গুরুতর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় |
স্থানীয় সূত্রে আরও জানা যায় যে আনুমানিক সকাল সাতটার সময় চুয়াডাঙ্গা রেলগেট পার হয়েই গাড়িতে রং রাস্তায় ঢুকে পড়ে এবং বাসাটি রং সাইড দিয়ে চালাতে থাকে ড্রাইভার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এসময় মোটরসাইকেল আরোহী আহত হন তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায় | স্থানীয়রা জানান রাস্তার মাঝখানে রোড ডিভাইডার থাকা সত্ত্বেও চালক কেন বিপরীত দিক দিয়ে গাড়ি ঢোকালেন, চালকের খামখেয়ালীপনায় আর কত ঝরবে রক্ত | ঘাতক বাস চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন উৎসুক জনতা