নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে। ১৯৭৫ সালরে ১৫ আগষ্টের মতো ঘটনা এখনও ঘটতে পারে। এখন দেখি সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। পুলিশ, ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে তাদের কারণে আসল আওয়ামী লীগ পিছনে পড়ে গেছে। আমার কাছে কেমন কেমন লাগে। আমি একটু গন্ধ বেশি পাই, কারণ আমি নিজেও ভিকটিম ছিলাম ।
৩১ আগস্ট শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহম নের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদোগে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামীলীগ কান্ডারী এ কে এম শাশীম ওসমান আরো বলেন আমাকে দুই বার মন্ত্রী করা হিয়েছিল , কিন্তু মন্ত্রী হয় নাই। ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারী করা হয়েছিল, সেক্রেটারী হই নাই। আমি স্বাধীন চেতনার মানুষ, আমরা রাজনীতি করি দেশেকে ভালবাসার জন্য, রাজনীতি করি সত্যকে উঁচু করে তোলার জন্য, রাজনীতি করি সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য। এখন সবাইকে মুক্তিযুদ্ধ মনে করলে সমস্যা, সবাইকে আওয়ামী লীগ মনে করলে সমস্যা। অমুক্তিযুদ্ধের ধাক্কায় প্রকৃত মুক্তিযোদ্ধারা চলে যায়। চরম দুশ্চরিত্র দূুর্নীতিবাজরাও দুর্নীতি মুক্ত করার কথা বলছে। এ সিমটম ভাল না।
স্বাধীনতা চকিৎিসা পরষিদরে (স্বাচপি) জেলো শাখার সভাপতি ডা. চৌধুরী ইকবাল বাহারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান, মহাসচবি ডা. এমএ আজিজ,জেলা সিভিল সার্জন, ডা. মোহাম্মদ ইমতয়িাজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতলের তত্ববধায়ক ডাঃ আবু জাহের, ভিক্টরী হাসপাতলের মিডিনি বিভাগ ডাঃ গাজী সালাউদ্দিন প্রমুখ।