নিউজস্বাধীন বাংলা: ‘যারা ধর্মকে ভালোবাসে তারাই প্রকৃত ভালো মানুষ’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের দুই নং গেটে অস্থায়ী মঞ্চে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।
শামীম ওসমান বলেন, বাংলাদেশে একটা পপুলার স্লোগান আছে ‘ধর্ম যার যার উৎসব সবার’। আমাদের সামনে একটা ছবি আছে। আজকে ১৫ আগস্টের মাস, শোকের মাস। জাতির জনকের দুইটা চোখ আমাদের দিকে তাকিয়ে আছে এই নারায়ণগঞ্জে ও বাংলাদেশে। সম্প্রীতি, জাতির জনক স্বপ্ন দেখেছিলেন সম্প্রীতির সাম্প্রদায়িক বাংলাদেশ।
তিনি বলেন, জাতির জনক চেয়েছিলেন, প্রতিটি ধর্মের মানুষই একে অপরকে ভালোবাসবে। আমরা শেখ হাসিনার কর্মীরা বিশ্বাস করি, যারাই ধর্মকে ভালোবাসে তারাই প্রকৃত মানুষ।
শামীম ওসমান শেখ হাসিনার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে বলেন, এই দেশকে এগিয়ে নিতে চাইলে একটা মানুষকেই দরকার। তার নাম হচ্ছে শেখ হাসিনা। আমি বলবো, তার জন্য আপনারা দোয়া করবেন। এই দেশে ষড়যন্ত্র চলে, চলছে, সামনে আরও চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, সাংবাদিক উত্তম সাহা, সৌমিক কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি লিটন পাল, রঞ্জিত মন্ডল, নাগবাড়ি সাধু মহাশয় আশ্রমের সভাপতি তারাপদ আচার্য্য প্রমূখ।