ফতুল্লা প্রতনিধি: তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু ও তার ভাই আলমগীর সহ তিন জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) দায়েরকৃত এই মামলায় সন্ত্রাসী মীরুর বড় ভাই সন্ত্রাসী আলমগীরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান।
গ্রেফতারকৃত সন্ত্রাসী আলমগীর পাগলা বউ বাজার এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে। জানা গেছে, পাগলার ডিস ব্যবসায়ী শেখ স্বাধীন হোসেন মনির হত্যাকান্ডের প্রধান আসামী এই সন্ত্রাসী আলমগীর। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার বাদী ব্যবসায়ী চাঁদ সেলিম অপরাধ রিপোর্ট ও নিউজস্বাধীন বাংলাকে জানান, ‘আমি গার্মেন্টসের স্টক লডের ব্যবসা করে আসছি। কুতুবপুরের দূর্ধর্ষ সন্ত্রাসী মীরু ও তাহার বড় ভাই আলমগীর সহ তাদের বাহিনীর সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা না দেয়ায় আমাকে প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি দেয়া হত। আমি এই সন্ত্রাসীদের ভয়ে নিরুপায় হয়ে নিজ বসত বাড়ী ছেড়ে বেশ কয়েক বছর ঢাকায় বসবাস করে আসছিলাম। কয়েক দিন ধরে এলাকায় আসা মাত্রই মীরু ও আলমগীরসহ তাদের গ্রুপের লোকেরা আমার কাছ থেকে ৫ লাখ টাকা দাবী করে আসছে। এই ঘটনায় আমি ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসী মীরু, তার ভাই সন্ত্রাসী আলমগীর ও তাদের সহযোগি রাজিব নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলায় দায়ের করি।’
অভিযান পরিচালনাকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান চাঁদ সেলিম নামে এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজী মামলা দায়ের করে। পরে রোববার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার আসামী আলমগীরকে গ্রেফতার করি। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেফতারের অভিযান চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন সময় নারায়ণগঞ্জ’কে জানান, ‘আসামী আলমগীরকে ৫ দিনের রিমান্ড চেয়ে (১৯ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’