নিউজস্বাধীন বাংলা: ফতুল্লা ও আলীগঞ্জের কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশদী। শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে তিনি এসব হাট পরিদর্শেন বের হন।
হাট পরিদর্শনকালে তিনি বিভিন্ন বেপারী, ক্রেতা ও হাট ইজারাদারদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সাথে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থারও তদারকি করেন তিনি।
এসময় পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, পশুর হাট নিয়ে কাউকে কোনো রকম অরাজকতা করতে দেওয়া হবে না। কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাÐ বরদাস্ত করা হবে না। আইনের পরিপন্থি কেউ কিছু করলে সে যে হোক, যত বাড় ব্যক্তিই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, কোরবানির ঈদের আর মাত্র দুদিন বাকি। পুলিশ পূর্বের ন্যায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ঘরে ফেরা মানুষদের কোনা রকম ভোগান্তি যাতে না হয় সে লক্ষ্যে, নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের দিন পর্যন্ত পুলিশ মাঠে কাজ করবে।
এসপি বলেন, আমরা চাই প্রতিটি মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। যারা জেলাতে ঈদ করবেন তারা যেন নিরাপদে, নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন। সে লক্ষ্যেই নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছে।
এছাড়াও তিনি আরও বলেন, ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যেও কাজ করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আপনি যে হোন, যে দলের হোন, এসব নিয়ে যদি সন্ত্রাসী কর্মকাÐ করেন, মানুষের স্বভাবকি জীবনযাত্রায় যদি বিঘœ সৃষ্টি করেন তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধীদের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করি না, অপরাধ যিনি করেন তাকে অপরাধী হিসেবেই গণ্য করি। প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।