নিউজস্বাধীন বাংলা: চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে কোনো দোকান পাট বসবে না বলে ফের হুঁশিয়ারী উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার। একই সাথে তিনি চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তার উপর কোনো গাড়ি পার্কিং করা যাবে না বলেও জানিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন কার্যালয় উদ্বোধনকালে ওই কথা বলেন তিনি।
পুলিশ সুপার হারুন অর রশীদ সাংবাদিকদের প্রতি অনুরোধ রেখে বলেন, আড়াই হাজার পুলিশ সদস্য নারায়ণগঞ্জে। তাদের মধ্যে দুই তিন চারজন খারাপ কাজ করে থাকতে পারে। তাই বলবো, কোনো পুলিশ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, নিউজ করার আগে অন্তত আমাকে জানান। প্রমাণ দিন। আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিই তাহলে আপনারা লিখেন।
সাংবাদিকদের সহযোগিতার কারণে পুলিশ ভালো কাজ করতে পারছে, সৎ সাহস দেখাতে পারছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের লিখনীর মাধ্যমে নারায়ণগঞ্জের পুলিশ ঘুরে দাঁড়াতে শিখেছে। সাধারণ মানুষের সমর্থন উঠে এসেছে। পুলিশ কাজ করতে উৎসাহবোধ করছে। খারাপ মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে। কেউ টাকা পয়সা নিয়ে ফিরিয়ে দিচ্ছে না, বাড়ি দখল করে রাখলেও কেউ অভিযোগ করতে পারে নাই। কিন্তু এখন তারা অভিযোগ করতে পারছে।
পুলিশ সুপার বলেন, আমরা চেষ্টা করছি মানুষ যেন স্বস্তিতে বসবাস করতে পারে। চাঁদাবাজির শিকার না হয়। সন্ত্রাসের শিকার না হয়। হকাররা যেন ফুটপাত দখল করে মানুষের চলাচল বিঘœ করতে না পারে। আমরা একদিকে যেমন গরুর গাড়ির নিরাপত্তা দিচ্ছি, যানজট নিরসনে চেষ্টা করছি। আরেকদিকে চেষ্টা করছি মানুষ যদি স্বস্তিতে থাকে সে লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষের স্বপ্ন স্বস্তিতে থাকতে চায়, আমরা সে লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে আমরা বাস ভাড়া নিয়ে কথা বলেছি। সাধারণ মানুষের পক্ষে পুলিশ সবসময় থাকবে। যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা হাত দেব। আমরা সাধারণ মানুষের নাগরিকের যত সুযোগ সুবিধা রয়েছে সে লক্ষ্যে কাজ করছি। এরমধ্যে রাস্তায় গরু বসানো হয়েছিলো তালতলায়। সেগুলো আমরা সরিয়ে দিয়েছি। সিদ্ধিরগঞ্জে গরু নিয়ে সন্ত্রাসী করায় আমরা মামলা দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা পরিদর্শক মো. সাজ্জাদ রোমন প্রমূখ।