প্রেসবিডি ডটনেট :এসপি হারুন অর রশীদ বলেছেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরণের সন্ত্রাসী, চাঁদাবাজি ও পশুবাহি গাড়ি ছিতাইয়ের চেষ্টা করা হলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
সোমবার (৫ আগস্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এলাকার আইন শৃংখলা পরিস্থিতি পরিদর্শন শেষে এক নম্বর রেলগেইট এলাকায় প্রেস ব্রিফিংকালে ওই কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর ব্যাপারিদের পছন্দমতো যে কোনো হাটে পশু নামানোর অধিকার ও পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে, জোর করে যদি পশু নামিয়ে রাখার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ নেয়া হবে।
পশুর হাটের ইজারার টেন্ডারের ব্যাপারেও পুলিশের তৎপরতার কথা উল্লেখ করে পুলিশ সুপার জানান, ঈদুল আযহা উপলক্ষে হকারমুক্ত ফুটপাত, যানজটমুক্ত সড়ক সহ সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশের বেশ কয়েকটি মেবাইল টীম শহরে এবং শহরের বাইরেও স্বার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তির হয় এবং যাত্রাপথে কেউ যাতে ছিনতাই চাঁদাবাজির শিকার না হন সে বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে।
এছাড়া ঈদুল আযহার জামাতগুলোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ ধরণের ঘটনার চেষ্টার অভিযোগে কয়েকজনকে সন্ত্রাসী ও চাঁদাবজির মামলায় গ্রেফতার করার কথাও জানান তিনি।
এর আগে পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও আবদুল্লাহ আল মামুন (অপরাধ) সহ অন্যান্য কর্মকর্তারা।