নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে ব্রিটিশ আমেরিক্যান টেবাকো কোম্পানীর সিগারেট পাইলট, ডার্বি, হলিউড, বেশী দামে বিক্রি করায় নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ নারায়ণগঞ্জ চাষাড়া সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সিগারেট ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন যাবৎ কিছু সংখ্যক জায়গায় পাইলট, ডার্বি, হলিউড, ৪ টাকা দামের সিগারেট ৫ টাকা বিক্রি করছেন। এ অবস্থায় উক্ত সিগারেট গুলো অতিরিক্ত মূল্যের কারনে বিভিন্ন স্থানে ভোক্তাদের সাথে উক্ত অসাধু ব্যবসায়ীদের কথা কাটা কাটি ও গোল যোগের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় ও দোকানদের জিজ্ঞাসাবাদ করে, তারা অতিরিক্ত দামে উক্ত শ্রেণীর সিগারেট গুলো বিক্রি করবেন না বলে এই মর্মে মুসলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেন। পরবর্তীতে যদি কোন দোকান দার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করে তাহলে পুলিশ দোকান দারের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করবেন বলে তাদের সর্তক করেন।
এ বিষয়ে ব্রিটিশ আমেরিক্যান টেবাকো বাংলাদেশ নারায়ণগঞ্জের স্থানীয় পরিবেশক দি জামাল এন্ড কোম্পানীর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে জানান যে, বাজেট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অতিরিক্ত লাভের জন্য ভোক্তাদের ক্ষতিগ্রস্থ করে বেশী দামে সিগারেট বিক্রি করে আসছে।