নিউজস্বাধীন বাংলা: প্রেমিকার সাথে দেখা করতে এসে ফয়সাল খুনের শিকার হয় ফয়সাল নামে এক তরুণ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুন নাহার ইয়াসমিনের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রপ্তরা হচ্ছে, ফয়সালের প্রেমিকা সামিয়ার বড় ভাই নগর খানপুরের আলতাফ হোসেনের ছেলে মো. আসিফ (২০) ও তার চার বন্ধু একই এলাকার আলম মিয়ার ছেলে সাকিব হোসেন (১৫), আব্দুর রউফের ছেলে মো. মিলন (১৮), মোশারফ হোসেনের ছেলে রউনক হোসেন সানজি (১৭), সৈয়দ কায়ূম হোসেনের ছেলে সৈয়দ সায়েম হোসেন।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, সকালে আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, নগর খানপুর এলাকার আলতাবের স্কুল পড়–য়া মেয়ে সামিয়া আক্তার (১৪) এর সাথে প্রেমের সম্পর্ক ছিলো সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে এসি মিস্ত্রী ফয়সালের। বুধবার বিকালে সে তার প্রেমিকার একটি মোবাইল ফোন দিতে এলে প্রেমিকা সামিয়ার বড় ভাই আসিফ ও তার বন্ধুরা মিলে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনার পর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে এ ঘটনায় নিহতের পিতা নূরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আটক ৫ জনকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ।