নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ বন্দরে সন্ত্রাসী রাজু বাহিনীর চাপাতির আঘাতে মারাত্মক জখম হওয়া হাফেজীবাগের রায়হানের আশংকা কাটেনি। গত বুধবার ৩১জুলাই রাতে বন্দর ইউনিয়নস্থ কলাবাগ এলাকায় পুর্বশত্রæতার জেরে গার্মেন্টস কর্মী রায়হানের উপর হামলা চালায় সন্ত্রাসী রাজু বাহিনী। এতে রাজু ও তার সহযোগীদের চাপাতির আঘাতে রায়হানের মাথার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। ঘটনার পরপর আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসতালে ভর্তি করা হয়। কিন্তু ঘটনার ২ দিন পরেও রায়হানের শারীরিক অবস্থার কোন উন্নতি দেখা দেয়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার ১লা আগষ্ট সকালে আহতের মা বাদী হয়ে বন্দর থানায় ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং ১(৮)১৯ ইং।
অভিযুক্তরা হলেন থানার নুরবাগ এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে রাজু(২৮),হাফেজীবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে আল-আমিন,আক্তার হোসেনের ছেলে নাসির,রেনু বয়াতীর ছেল রাসেল,মৃত বাবুল মিয়ার ছেলে সুমন,মজিবুর রহমানের ছেলে মোঃ ইমন,রাজিব,মোঃ আল-আমিনের ছেলে রাব্বি,রাকিব,আয়নাল হকের ছেলে মোঃ ইমরান,সাব্বির ও জব্বার মিয়ার ছেলে সোহাগ। এদিকে মামলার পরে ১০নং আসামী ইমরানকে গ্র্রেফতার করা হলেও পালিয়েছে অন্যান্য আসামীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা তথা বন্দর ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,আমরা ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত ১০নং আসামীকে দ্রæত গ্রেফতার করে কোর্টে প্রেরন করেছি। অপরাপর আসামীদেরকেও অতি শীগ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।