নিউজস্বাধীন বাংলা: ফতুল্লায় বেপোয়ারা হয়ে ওঠেছে মাদক সম্রাট বাবু ওরফে হান্ড্রেড বাবু । জেলা ডিবি পুলিশের সাথে ক্রসফায়ারে বোমা লিপু নিহত হওয়ার পর লিপুর সহযোগী হান্ড্রেড বাবু তার মাদক ব্যবসারস্থান দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। এলাকাবাসী হান্ড্রেড বাবুর মাদক ব্যবসা বাধা দিতে গেলে তাদের কে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি ধামকি দিচ্ছে বলে জানান এলাকাবাসী। এরই জেরধরে ২ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ৯ টায় দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় সবুজ নামে এক যুবককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বাবুসহ তার দলের সদস্যরা । এঘটনায় সবুজ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। হন্ড্রেড বাবুর বিরুদ্ধে পুলিশ সোর্স সোহাগ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
অভিযোগে জানাযায়, সন্ত্রাসী হান্ড্রেড বাবু, শুভ, শ্রাবন,নিবিড়,রুবেল,পারভেজ,আল আমিন,শান্ত, সুজন, বিপ্লবসহ বেশ কিছু মাদক ব্যবসায়ী এলাকায় মাদক বিক্রি করে আসছে। আহত সবুজ মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা দিলে মাদক ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ ভাবে হামলা চালিয়ে ডান হাত ভেঙ্গে ফেলে।
স্থানীয়রা জানান, এলাকার সোরাব মিয়ার ছেলে হান্ড্রেড বাবু একজন চিহিৃত মাদক সম্রাট হিসেবেই সকলের কাছে পরিচিত।ক্রসফায়ারে নিহত বোমা লিপুর অন্যতম সহযোগি হান্ড্রেড বাবু। বোমা লিপু ক্রসফায়ারে নিহত হওয়ার পর থেকে লিপুর মাদকের স্পটগুলো দখলে নিতে মরিয়া হয়ে উঠে হান্ড্রেড বাবু। বাবুর মাদক বিক্রিতে কেউ বাধা দিলেই তাদেরকে মারধরসহ বিভিন্নভাবে ক্ষতিসাধন করে থাকে এ হান্ড্রেড বাবু।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চজ (ওসি) আসলাম হোসেন জানান, এঘটনা লিখিত অভিযোগ দিয়েছে। হান্ড্রেড বাবুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।