নিউজস্বাধীন বাংলা : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, দেশের সব স্থানের সাংবাদিকেরাই হুমকিতে থাকে। তবে, নারায়ণগঞ্জের সাংবাদিকদের ক্ষেত্রে এই হুমকিটা একটু বেশি। এ খবর আমার কাছে আছে। তবে, হুমকির মধ্যে থাকা ভালো। না হলে সাংবাদিক মনে হবে না।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময়র সভায় বক্তব্যকালে ওই কথা বলেন তিনি। প্রেসক্লাবের রেওয়াজন অনুসারে নতুন আগত জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সাংবাদিকদের সাথে মিলেমিশে একত্রিতে কাজ করার ইচ্ছে পোষণ করে জেলা প্রশাসক বলেন, সবাই যদি সম্মিলিত ভাবে কাজ করি, তবে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সম্প্রতি ডেঙ্গুর যে ভয়াবহতা তা প্রতিরোধেও সাংবাদিকদের পাশে চাই।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জে আমি যদি থাকি তবে শিক্ষা নিয়ে বাণিজ্য চলতে পারবে না। আগামী বছর থেকে জেলার কোনো সরকারি স্কুলে নিয়ম বহির্ভূত ভর্তি, বাণিজ্য, কোচিং হতে দেব না। এ লক্ষ্যে অভিভাবক সমাবেশ করা হবে। অভিভাকদেরও সচেতন করা হবে।
মূলধারা এবং এর বাইরে থাকা সম্পর্কে বলতে গিয়ে জসিম উদ্দিন বলেন, এই সাংবাদিকদের নিয়ে আমিও হুমকির মুখে আছি। কিন্তু এদের ধরবে কে? কদিন আগে মন্ত্রী মহোদয় বলেছেন। এখন দেখছি নারায়ণগঞ্জেও একই অবস্থা। তবে এর লাঘাম টানা দরকার। আমার কাছে সাহায্য চাইলে আমি তা করতে পারবো। প্রকৃত সাংবাদিকদের তালিকাও করা হবে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক আবু সউদ মাসুদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, ছড়াকার ও সদস্য ইউসুফ আলী এটম, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ আহসান সাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রনব কৃষ্ণ রায়, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধান, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক মো. ফখরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তা টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মাহফুজ সিহান, ফটো সাংবাদিক বিশাল প্রমূখ।