স্টাফ রিপোর্টারঃ আলোর সন্ধানে ধুমপানমুক্ত ক্যাম্পাস গড়া এবং নেশামুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের সচেতনতায় এগিয়ে আসার আহŸান জানিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে যথেষ্ট সোচ্চার রয়েছে এবং সরকারি চাকুরীতে ডোপ টেস্টের ব্যবস্থা করেছে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সচেতন, দক্ষ ও উন্নয়নশীল হিসেবে গড়ে তুলবে। ৩১ জুলাই বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
প্রিপারেটরি স্কুলের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা শাহিন এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। তিনি সকল ছাত্র/ছাত্রীদের মাদক থেকে দূরে থাকার আহŸান জানিয়ে বলেন মাদককে ঘৃনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও সমাজকর্মী খন্দকার মোমিনুল ইসলাম।
দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ কলেজে ছাত্র ছাত্রীদের নিয়ে মতবিনিময় করেন ডিএনসির এডি মোহাম্মদ সামছুল আলম। কলেজ শিক্ষক এস.এম আরিফ মিহিরের সঞ্চালনায় প্রধান অতিথি মোহাম্মদ সামছুল আলম বলেন একজন শিশুর সঠিক জীবন গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সন্তান মাদকাসক্ত হয়ে পরিবারের অবাধ্য হলে প্রশাসনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি। মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ আজ অধ্বঃপতনের দিকে। পারিবারিক সচেতনতাই তাদের মাদক থেকে দূরে রাখতে পারে। তিনি সকলকে মাদকবিরোধী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনযোগ দিতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি রিনা আহম্মেদ, সেক্রেটারী এ্যাডভোকেট হাছিনা পারভীন, যুগ্ম সম্পাদক রহিমা আক্তার, প্রাক্তণ প্রফেসর তরিকা সাহা সহ অন্যান্য।