নিউজস্বাধীন বাংলা: চাষাড়ার বাগান বাড়ি রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠায় এই উচ্ছেদ চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২৯ জুলাই) সকাল ১০ টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। চলবে দিনব্যাপী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উপস্থিত আছেন, বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রেলওয়ের দুই পাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, রেলওয়ের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। যারা অবৈধ ভাবে রেলের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছিলো তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এখানকার বাগান বাড়ি রেস্টুরেন্টও অবৈধ ভাবে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছিলো। ফলে এটিসহ আরও অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছি আমরা। এই উচ্ছেদ চলবে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত।