নিউজস্বাধীন বাংলা: জেলা করাগারে বন্দী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার জালাল হোসেনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুলাই) সকালে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালত এই আদেশ দেন।
এর আগে প্রতারক জালালের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। পরে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জালাল হোসেন ডেমরা থানার সারুলিয়া এলাকার মৃত. হোসেন আলীর ছেলে।তিনি প্রতারক চক্রের একজন অন্যতম সদস্য। ২৭ জুলাই বিকালে কারা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, জেল সুপার ও জেলার পরিচয়ে অনেকদিন ধরে বিকাশের মাধ্যমে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতেন প্রতারক জালাল হোসেন। বন্দিদের আতœীয়-স্বজনদের মোবাইলে কল করে তিনি জানাতেন, কারাগারে বন্দি আপনার স্বজন খুব অসুস্থ, অপারেশন করা লাগবে, জেলখানায় ডান্ডাবেরি পরানো হচ্ছে, টাকা নিয়ে আসেন। এর আগে কয়েকজন আইনজীবির পরিচয় দিয়ে তাদের মক্কেলদের সমস্যার কথা বলে টাকা হাতিয়ে নিতো প্রতারক জালাল হোসেন।