নিউজস্বাধীন বাংলা: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী শনিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি এদিন জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পুত্র সজিব ওয়াজেদ জয়ে’র শভ জন্মদিন।
সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে শনিবার সকাল ৬ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সকল শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ১০ টায় ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সকাল ১১ টায় বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই শোভাযাত্রার উদ্বোধন করবেন।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় আলোকসজ্জা করা হবে। এদিকে , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে রবিবার (২৮.০৭.২০১৯ইং) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্য রয়েছে র্যালি,কেক কাটা ও বিশাল জনসভা। সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও এলাকায় হবে বর্ণাঢ্য অনুষ্ঠানটি। সভাপতি মো: জুয়েল হোসেন ও সাধারন সম্পাদক নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান ব্যপক প্রস্ততি গ্রহণ করেছেন। ইতোমধ্যেই রঙিন পোষ্টার,ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে গোটা মহানগর। মঞ্চ তৈরীর কাজও চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড.মোল্লা মো: আবু কাওসার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ। তবে মূল আকর্শন হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান।